পুরনো ধাঁচের কোনো সরকার আর দেখতে চাই না: মুয়াযযম হোসাইন

৩ দিন আগে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন ‘পুরনো ধাঁচের কোনো সরকার আর দেখতে চাই না। কল্যাণকর একটি সমাজ ব্যবস্থা কায়েম হতে পারে এমন একটি ব্যবস্থা করতে হবে।’

শনিবার (২ আগস্ট) বিকেলে বরগুনার পাথরঘাটায় জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘গত ৫৪ বছরে ভাগ্যের পরিবর্তন হয়েছে কেবল নেতা এবং নেতাদের দলের। কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয়নি।’


অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কখনও দেশ পরিচালনায় জামায়াতে ইসলামী আসেনি, কিন্তু ক্ষমতার সঙ্গে যতটুকু ছিল, জামায়াতের কোনো নেতার চরিত্রে দুর্নীতির কালিমা লেপন করা সম্ভব হয়নি।’


আরও পড়ুন: জামায়াতের কর্মীরা রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে: হেলাল


হেলাল বলেন, ‘নির্বাচনের ব্যাপারে এখন অনেক আলোচনা হচ্ছে। শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই আমাদের ছাত্র-জনতা জীবন দিয়ে এই পরিবর্তন আনেননি। দেশের কাছে মানুষের অনেক আশা ছিল কিন্তু মানুষের সেই আশা এখন পর্যন্ত পূরণ হয়নি।’


সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং বরগুনা জেলা জামাতের আমির ও বরগুনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মহিবুল্লাহ হারুন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন