পুতুল খেলনা থাকা কক্ষে নামাজ আদায় হবে?

৪ দিন আগে
অধিকাংশ মানুষ জানতে চান, তাদের বাড়িতে ছবি, ফটো বা মূর্তির বিষয়ে ইসলাম কী বলে। এটি একটি সাধারণ প্রশ্ন, বিশেষ করে যখন মানুষ জানতে চায় যে নির্দিষ্ট কিছু ছবি তাদের নামাজের ওপর প্রভাব ফেলতে পারে কি না বা সেগুলো রাখা আদৌ ঠিক কি না।

এটা বোঝা জরুরি, ইসলামের শিক্ষা জীবিত প্রাণীর (যেমন মানুষ ও প্রাণী) ছবি বা মূর্তি, বিশেষ করে যা খোদাই করা, আঁকা বা মূর্তি আকারে তৈরি করা, তা রাখা থেকে দৃঢ়ভাবে বিরত থাকতে উৎসাহিত করে। রসুল (সা.)-এর শিক্ষায় এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

 

মুসলমানদের বলা হয়েছে, ফেরেশতাগণ (যারা মানুষের জন্য রহমতের দোয়া করেন) এমন বাড়িতে প্রবেশ করেন না যেখানে এই ধরনের ছবি বা মূর্তি থাকে। এর অর্থ হলো, এমন বাড়ি ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয় বলে মনে করা হয়।

 

আরও পড়ুন: যেভাবে কবর জিয়ারত করবেন

 

যদি পশু বা মানুষের ছবি থাকে, তবে এর কারণে সেই বাড়িটি কম বরকতপূর্ণ বলে বিবেচিত হয়। যে ছবি বা মূর্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে, ভাস্কর্য, স্মৃতির জন্য রাখা ছবি, হাতে আঁকা বা কম্পিউটার দ্বারা তৈরি ছবি যেগুলোতে চোখ নাক কান মানুষের বা প্রাণীর অস্থিত্ব বুঝা যায়। প্রাণীর আকৃতির নির্দিষ্ট কিছু গহনা।

 

নবী (সা.) বলেছেন, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর বা ছবি থাকে। (বুখারি: ৩০৫৩, মুসলিম ২১০৬)

 

আয়েশা (রা.) বর্ণনা করেছেন যে, নবী (সা.) বলেছেন, জিবরাইল (আ.) বলেছেন, আমি সেই ঘরে প্রবেশ করি না, যে ঘরে কুকুর বা ছবি থাকে। (মুসলিম ২১০৪) এছাড়াও বর্ণিত আছে যে, যারা ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে, তাতে প্রাণ দাও। (বুখারি)

 

উলামায়ে কেরাম একমত, যে ছবি বা মূর্তিগুলো ফেরেশতাদের প্রবেশে বাধা দেয়, সেগুলো প্রধানত জীবিত প্রাণীর নিষিদ্ধ ছবি বা মূর্তি। মূলত, এই দলিলগুলো অত্যন্ত স্পষ্ট যে এই ধরনের ছবি বা মূর্তি রাখা ফেরেশতাদের বাধা দিতে পারে। এই কারণেই একান্ত জরুরি কারণ (যেমন পরিচয় বা নিরাপত্তার জন্য) ছাড়া এগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

 

ইসলামের শিক্ষা সেই সকল জীবিত প্রাণীর ছবি বা মূর্তি রাখা থেকে বিরত থাকতে উৎসাহিত করে যা নিষিদ্ধ। যদি কোনো ছবি বা মূর্তি অত্যাবশ্যকীয় হয়, যেমন লাইসেন্স বা আইডি কার্ডের ছবি। সেগুলো রাখাতে সমস্যা নেই। তবে এগুলো নামাজের সময় ঢেকে রাখা জরুরি। 

]]>
সম্পূর্ণ পড়ুন