পুতিনের সঙ্গে এবার একই গাড়িতে কিম, রাশিয়ায় আমন্ত্রণ (ভিডিও)

৪ সপ্তাহ আগে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেয়ার ফাঁকে পুতিন ও কিম বৈঠক করেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, কিমকে তার গাড়িতে নিয়ে যান পুতিন।

 

এর আগে তাদের খবরে বলা হয়েছিল, দুই নেতা ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অবদান নিয়ে আলোচনা করেছেন, যেখানে পুতিন বলেন যে কিমের সৈন্যরা ‘নব্য-নাৎসিবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে। 

 

আরও পড়ুন: পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেইজিংয়ে বৈঠকের পর কিম জং উনকে রাশিয়ায় আমন্ত্রণও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

 

#WATCH | After attending the Victory Day parade in #Beijing on September 3, Russian President #VladimirPutin was seen getting into the same car with North Korean leader #KimJongUn. Two days ago, Putin shared a car ride with Prime Minister #NarendraModi at the #SCOsummit. pic.twitter.com/i1kLjSVWMs

— The Federal (@TheFederal_News) September 3, 2025

 

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, কিম রুশ নেতার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেছেন এবং বলেছেন যে শিগগিরই একটি নতুন বৈঠক অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, চীনের সামরিক কুচকাওয়াজে দুই ডজনেরও বেশি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। 

 

আরও পড়ুন: চীনের কুচকাওয়াজে যোগ না দিয়েই কেন ফিরে এলেন মোদি? 

 

অনুষ্ঠানে যোগ দেয়া মিয়ানমারের মতো কিছু দেশ ইতোমধ্যেই বিপুল পরিমাণে চীনা অস্ত্র কিনছে বলে জানা গেছে। 

 

সূত্র: বিবিসি
 

]]>
সম্পূর্ণ পড়ুন