পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প, অভিযোগ জেলেনস্কির

৩ সপ্তাহ আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে শান্তি চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষই এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

 

রোববার (৭ সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা দুঃখের বিষয় যে ইউক্রেন সেই বৈঠকে ছিল না, কারণ আমি মনে করি ওই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন।

 

তিনি আরও বলেন, তার (পুতিন) প্রবল ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা। এবং আমি মনে করি পুতিন সেটা পেয়েছেন। এটি খুবই দুঃখের বিষয় যে, পুতিন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছেন।

 

আরও পড়ুন: রাশিয়ার ভয়াবহ হামলার পর মিত্রদের যে আহ্বান জানালেন জেলেনস্কি

 

মস্কোর ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিছু ইইউ দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা ‘অন্যায়’।

 

রোববার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি প্রস্তুত। এর আগে রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন।

 

এদিকে শনিবার রাতে প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ৮০০ এর বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া

 

ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট  বলেন, রাশিয়া এখন বিশ্বকে পরীক্ষা করছে। এই হামলাকে নিষ্ঠুর অপরাধ আখ্যা দিয়ে পশ্চিমা দেশগুলোর শক্ত পদক্ষেপ দাবি করেন তিনি।


এদিকে পাল্টা আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

 

একই সময়ে মস্কো জানিয়েছে, নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। চলমান সংঘাতে দু’দেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধ বিরতির আলোচনা।

 

সূত্র: আরটি
 

]]>
সম্পূর্ণ পড়ুন