পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন রুবিও

২ সপ্তাহ আগে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে আলোচনা করে আর ‘সময় অপচয় করবেন না’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুদ্ধবিরতিতে দুই পক্ষকেই সম্মত হতে হবে।

শিশুদের খেলার মাঠ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ সবই রাশিয়ার হামলার নিশানা। ক্রিভি রিহ জেলেনস্কির শহর। এর আগেও এ শহরে অনেকবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে গেল শুক্রবারের হামলাকে স্মরণকালের ভয়াবহ রক্তাক্ত সন্ধ্যা ও রাত বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবারের হামলায় প্রাণ গেছে শিশুদেরও। তাদের স্মরণ করতেই পুতুল, খেলনা নিয়ে আসছেন শোকে স্তব্ধ স্বজনরা।

 

তারা বলেন, ‘এটা কীভাবে সহ্য করা সম্ভব? ক্যাফেটিতে তখন এক বছরের একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল।’

 

মস্কোর দাবি, তারা ইউক্রেন এবং পশ্চিমা সেনা কর্মকর্তাদের গোপন বৈঠকের স্থানে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ হামলায় বেশ কয়েকজন সেনা এবং বিদেশি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। 

 

আরও পড়ুন: জেলেনস্কির শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ১৮

 

এরমধ্যেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কোর দাবি, একের পর এক ড্রোন হামলায় পুড়ছে রুশ কারখানা, বিস্ফোরণে কাঁপছে সারানস্ক ও চাপায়েভস্ক শহরের শিল্পপ্রতিষ্ঠান। অন্যদিকে ইউক্রেনও দাবি করেছে, খেরসন শহরের একটি পাওয়ার প্ল্যান্টে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে।

 

হামলার পর রাতে নিজের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেন। এ হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন তিনি। জানান, যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ হয়েও দুর্বল প্রতিক্রিয়া জানাচ্ছে। ওয়াশিংটন নাকি ‘রাশিয়া’ শব্দটিও উচ্চারণ করতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।

 

শান্তিচেষ্টার এই সময়ে ট্রাম্পের নীতির স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, রাশিয়া পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হলে আলোচনার ফাঁদে পড়বে না ওয়াশিংটন। ট্রাম্পের ঘনিষ্ঠরা এ পরামর্শ দিয়েছেন বলে দাবি রুবিও’র। 

 

আরও পড়ুন: সেনাসদস্য স্বামীকে ইউক্রেনীয় নারীদের ‘ধর্ষণে উৎসাহিত’ করতেন স্ত্রী!

 

ন্যাটোর সঙ্গে এক বৈঠকে রুবিও বলেন, তারা দেখতে চায় রাশিয়া আসলেই শান্তি চায় কি না। মস্কোর সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন