স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়ে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও দেশটির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া সরাসরি আলোচনার বিষয়ে সবসময় মিথ্যা আশ্বাস দেয়। সময় মতো কখনও ক্রেমলিনকে পাওয়া যায় না।
তবে যুদ্ধ শেষ করতে এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান তিনি। কিন্তু তুরস্কের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না এলে, তিনি যে শান্তি চান না তা প্রমাণ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলেনস্কি।
আরও পড়ুন: পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি, বললেন ‘তুরস্কে অপেক্ষায় থাকব’
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি পুতিন প্রশাসনকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানরা।
কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আল্টিমেটামের তোয়াক্কা না করে আগামী ১৫মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে তুরস্কের ইস্তাম্বুলের সে আলোচনায় পুতিন যোগদান করবেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি ক্রেমলিন।
এমন পরিস্থিতিতে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে কড়া বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার (১৩ মে) দেশটির জাতীয় টেলিভিশন দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি খাতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আরও পড়ুন: জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসার আহ্বান ট্রাম্পের
]]>