রোববার (৮ জুন) দুপুরে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারী বাড়ি বাজারের পাশে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বামিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নমিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হতে পারে। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের বাড়িতে না থেকে কাচারি বাড়ি বাজারে গঙ্গারামের দোকানে থাকতো এবং ভিক্ষাবৃত্তি করতেন। বিকেলে পুকুরে নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের মরদেহ উদ্ধার
কয়রা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।