রাজউকের অনুমোদিত নকশার বাইরে গিয়ে অবৈধভাবে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাচ্ছে রাজউক।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযানে নামে রাজউকের একটি মোবাইল কোট।
এ সময় তিনটি নির্মাণাধীন ভবনের অসংগতি পাওয়ায় ভেঙে ফেলা হয় নকশার বাইরে গিয়ে তৈরি করা বর্ধিত অংশ। ভবন মালিকদের অভিযোগ নকশার বাইরে গিয়ে অতিরিক্ত অংশ তৈরির বিষয়টি নিয়ে রাজউকের পক্ষ থেকে কোন চিঠি দেয়া হয়নি।
কিন্তু দ্বায় অস্বীকার করে রাজউক বলছে ডাক যোগে তাদের চিঠি পাঠানো হয়। এদিকে রাজউকের পরিদর্শন এবং ভবনের অসঙ্গতি বের করতে খোদ রাজউক কর্মকর্তাদের কাজে অবহেলার প্রশ্নে অনেকটা দায়সারা জবাব দেন অথোরাইস অফিসার।
রাজউক কর্মকর্তা বলছেন, তারা ভবন নির্মাণের সব শর্ত মেনেই আমাদের কাছ থেকে অনুমোদন নেয়। ফলে তারা এটার দায় এড়াতে পারেন না।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযানে রাজউক
এদিকে নয়টা ভবনে অভিযান চালিয়ে ভবনগুলোর নকশা বহির্ভূত ভবন তৈরি করায় ৩টি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা এবং অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হয়।
রাজউক কর্মকর্তা বলছেন, ডেস্কোর মিটারটি আমরা জব্দ করে নিয়ে যাবো। যতদিন না পর্যন্ত তারা অতিরিক্ত অংশটি অপসারণ করবে, ততদিন এ অবস্থায় থাকবে।
অবৈধভাবে ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে রাজউক।
]]>