২০২৪ সালের পিসিবির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। ১১ জন সদস্যের একটি প্যানেলের ভোটে তারা হল অব ফেমে জায়গা পেয়েছেন। ভোট দিয়েছেন হল অব ফেমের সদস্য, সাবেক নারী ক্রিকেটার ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
২০২১ সালে আবদুল কাদির ও ফজল মাহমুদ এবং ২০২২ সালে আবদুল হাফিজ কারদার ও ইউনিস খান পিসিবির হল অব ফেমে জায়গা পান।
পিসিবির হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওই ক্রিকেটারকে দেশের জার্সিতে অনবদ্য ক্যারিয়ার পার করতে হবে। ইতিবাচক প্রভাব এবং পরিসংখ্যানগত রেকর্ডও বিবেচনায় আসবে। ওই খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হতে হবে অন্তত ৫ বছর আগে।
আরও পড়ুন: সাবেক ইংলিশ পেসারের মতে, কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল
এবার হল অব ফেমে জায়গা পাওয়াদের মধ্যে সবার পরে অবসর নেয়া মিসবাহ ক্যারিয়ার শেষ হয়েছে ২০১৭ সালে। তিন ফরম্যাটে ১১ হাজার ১৩২ রান করা মিসবাহ দেশের হয়ে জিতেছেন টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপ জেতা ইনজামাম ওয়ানডেতে পাকিস্তানের একমাত্র ১০ হাজারি রানের ক্লাবের সদস্য। তিন ফরম্যাটেও তিনি পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক, ৪৯৫ ম্যাচে করেছেন ২০ হাজার ৫৪১ রান।
আরও পড়ুন: স্মিথের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া, বাদ পড়লেন মার্শ
১৯৫৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে মুশতাক পরে হয়েছেন দলটির কোচ। তার অধীনেই পাকিস্তান ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে উঠে। আনোয়ার ১৯৮৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলে তিন ফরম্যাটে করেছেন ৩১ সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরি।