পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলি

১ সপ্তাহে আগে
পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলি পিসিবি'র পদ থেকে পদত্যাগ করেছেন। পিসিবি কর্মকর্তাদের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এতদিন দায়িত্বে থাকা যুব উন্নয়ন বিভাগের পরিচালক ও জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

পিসিবি কর্তৃপক্ষ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। এছাড়া তিনি পদত্যাগের পর তার পদ কাকে দেয়া হবে এ প্রসঙ্গেও কোনো পরিকল্পনা দেশটির ক্রিকেট বোর্ড জানায়নি।


আজহার আলি এমন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে একজন, যাদের ওয়ানডে অভিষেকের আগে টেস্ট অভিষেক হয়েছিল। ২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে তার। দ্বিতীয় টেস্টেই ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।


ওয়ানডেতে আজহারের ক্যারিয়ার মসৃণ ছিল না। তবে মিসবাহের অবসরের পর নেতৃত্বের দায়িত্ব কাঁধে নেন। তার অধীনে পাকিস্তান নয় বছর পরে শ্রীলঙ্কা সফরে সিরিজ জেতে। ২০১৩ সালে বাজে একটা বছর কাটান; সাত টেস্টে গড় রান ২০-এর নিচে থাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৩৭ বলে ১০৩ রান করে আবারও ফর্মে ফেরেন তিনি।


আরও পড়ুন: বেটিং সংস্থার সঙ্গে জড়িত থাকায় ধারাভাষ্যকারের চাকরি গেল গ্লেন ম্যাকগ্রার 


২০১৬ সালে আজহার ট্রিপল সেঞ্চুরি করেন। হানিফ মোহাম্মদ, ইনজামাম উল হক এবং ইউনুস খানের পর তিনি চতুর্থ পাকিস্তানি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন। অধিনায়কত্ব না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেমিফাইনাল ও ফাইনালে যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ফিফটি করে দলকে এগিয়ে নিয়ে যান।


সাদা বলের ক্রিকেটকে ২০১৮ সালে বিদায় দেন আজহার। টেস্ট থেকে ২০২২ সালে অবসর নেন। টেস্টে ৯৭ ম্যাচে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফ সেঞ্চুরিতে ৭১৪২ রান সংগ্রহ করেছেন তিনি। ৫৩টি ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে তার ঝুলিতে আছে ১৮৪৫ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন