পিসিওএস ও স্তন ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

১ সপ্তাহে আগে
নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘পাওয়ার অব শী ট্রাস্ট’-এর উদ্যোগে ‘নারী স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান: পিসিওএস ও স্তন ক্যানসার সচেতনতা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও নুভিস্তা ফার্মা লিমিটেড।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী আয়েশা ও বৃ‌ষ্টি রাণী। তারা নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে পাওয়ার অব শী-এর চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন,

নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করা সময়ের দাবি। পিসিওএস ও স্তন ক্যান্সার সম্পর্কে জানার পাশাপাশি প্রতিরোধের পথও জানতে হবে।

 

এরপর বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা ও রেজিস্ট্রার মো. আব্দুল মতিন। তারা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

 

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাওয়ার অব শী-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নুভিস্তা ফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপক তানিয়া ইদ্রিস বলেন,

নারীর স্বাস্থ্যের যত্ন নেয়া মানেই একটি সচেতন সমাজ গড়ে তোলা। নুভিস্তা ফার্মা সবসময় নারীর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও মানসিক সুস্থতা উন্নয়নে কাজ করে আসছে।

 

বক্তব্যে নুভিস্তার বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক উদ্যোগের কথাও তুলে ধরেন তানিয়া ইদ্রিস। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, ডা. শারমিন আব্বাসি, প্রফেসর রওশান আরা বেগম, ডা. জামান উম্মে হুমায়রা, প্রফেসর সামিনা চৌধুরীসহ অনেকে।

 

অনুষ্ঠানে জনপ্রিয় অভিনয়শিল্পী এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী জিনাত শানু স্বাগতা নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

 

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার ও শান্তা কবিরসহ দেশের স্বনামধন্য নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং তারা নারীর স্বাস্থ্য ও আত্মনির্ভরতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

 

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী প্রযোজক নায়লা পিয়া ও সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট ফারহানা রহমানসহ উপ‌স্থিত গণ‌্যমাধ‌্যমকর্মীরা তাদের বক্তব্যে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক দায়িত্ব হিসেবে নারীর পাশে থাকার আহ্বান জানান।

 

আরও পড়ুন: সকালে নাগরমোথা খেলেই ২০ সমস্যার সমাধান!

 

অনুষ্ঠানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: স্তন ক্যানসার কী, কেন হয় ও চিকিৎসা

 

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কার্যক্রম ধারবাহিকভাবে করে যাচ্ছে ‘পাওয়ার অব শী’।

]]>
সম্পূর্ণ পড়ুন