মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত 'পিলখানা হত্যাকাণ্ডের বিচার কোন পথে' শীর্ষক নাগরিক সভায় এ দাবি করেন দলের নেতারা।
দলটির সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভারত বিডিআরকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এক মাসের মধ্যে নতুন করে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি ও নিরাপরাধদের মুক্তি দিতে হবে।’
আরও পড়ুন: বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘সেই বিডিআর ফিরিয়ে আনতে হবে, যারা সকাল-সন্ধ্যা বিএসএফকে চ্যালেঞ্জ করতো।’
এতে আরও উপস্থিত ছিলেন তৎকালীন বিডিআর সদস্য ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও।
শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা স্বামীর স্মৃতিচারণ করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।