পিরোজপুরে ৩টি আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল, স্থগিত ২

১ সপ্তাহে আগে
পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এছাড়া তিনটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং দুইটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।


পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণ খেলাপি থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের এক শতাংশ ভোটার তথ্যে গরমিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।


পিরোজপুর-৩ আসনে সাত জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি’র মনোনয়নপত্রের কাগজপত্রে ঘাটতি থাকায় তা স্থগিত রাখা হয়েছে। 
রোববার সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পিরোজপুরের ৩টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর দুইজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর, জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদীসহ আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন