বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে। পরে জব্দ জাল ইউএনও স্বজল মোল্লার নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা ও কঁচা নদী ও খাল থেকে চারটি অবৈধ কারেন্ট জাল, পাঁচটি চায়না দুয়ারি জাল, ১০টি চরগড়া জাল ও একটি সুতার জালসহ মোট ২০টি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
আরও পড়ুন: রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি
মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে শুরু করে ২২ দিন সরকারিভাবে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’