বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বেকুটিয়া ব্রিজ টোল প্লাজায় সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ তার সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি যানবাহনের চালক ও যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। এ সময় তিনি সবাইকে সড়ক পরিবহন আইনের সব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন: কাফনের কাপড় পরে কক্সবাজারে পদযাত্রা
লিফলেট বিতরণ শেষে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর জন্য শুধু চালক নয়, যাত্রী ও পথচারীসহ সবারই কিছুটা দায় রয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা সফল হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব। এ উদ্দেশ্যেই আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করি, সবাই এতে সাড়া দেবেন ও অন্যকেও সচেতন করবেন।’