পিরোজপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

২ সপ্তাহ আগে
পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে গাঁজাসহ সন্তানকে হাতেনাতে ধরে থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। ওই যুবকের নাম নাঈম শেখ (২৯) ।

ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে, রোববার (৯ ন‌ভেম্বর) সন্ধ‌্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই যুবকের বিরু‌দ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী, মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ক‌রেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সি‌কিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট শপথ বৈরাগী।


মাদকাসক্ত যুবক উপজেলার না‌জিরপুর সদর ইউনিয়নের বু‌ড়িখালী এলাকার আনসার শেখের ছেলে। গাঁজা সেবনের পাশাপাশি নাঈম মাদক বিক্রির সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।


না‌জিরপুর থানা পুলিশের উপসহকা‌রী পু‌লিশ প‌রিদর্শক মো. সা‌জেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি বিক্রিও করেন। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। নাঈমের বাবা বাধা দি‌লে না শুন‌লে তি‌নি স্থানীয় চৌ‌কিদার মো. এনামুল হককে খবর দিলে সে এসে পুলিশকে খবর দেয়। এসময় না‌জিরপুর থানা পু‌লি‌শের এক‌টি টিম এবং উপ‌জেলা সহকা‌রী কমিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী ঘটনাস্থ‌লে এসে নাঈম‌কে গ্রেফতার করে এবং মোবাইল কো‌র্টের মাধ‌্যমে তা‌কে ১ মা‌সের কারাদণ্ড ও ১০০ টাকা জ‌রিমানা ক‌রেন।

আরও পড়ুন: জনবিচ্ছিন্ন নদীপাড়ে ৪ শেড, দুই বছরেও চালু হয়নি একটি

নাজিরপুর উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদ আল মাহামুদ ভূঁইয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠাই। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন, সঙ্গে ১০০ টাকা জরিমানা করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন