পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

৪ সপ্তাহ আগে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে এ হত্যাকাণ্ড ঘটে।


নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।


নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওজু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।


আরও পড়ুন: সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা


ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন