পিরোজপুর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

২ সপ্তাহ আগে
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সাবেক পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে ১ম যুগ্ম সচিব এবং সদস্য হিসেবে সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনের নাম দিয়ে ৪ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া বিজ্ঞপ্তিতে আর কিছুই উল্লেখ নাই।

]]>
সম্পূর্ণ পড়ুন