শনিবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিংস। ১৩ মিনিটেই লিড এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন।
প্রথমার্ধের বাকি সময়ও গোলের জন্য আক্রমণ চালায় কিংস। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদের দল। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মারিও গোমেজের দল।
আরও পড়ুন: ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফাকে চিঠি তুর্কি ফুটবল প্রধানের
দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে বসে বসুন্ধরা কিংস। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন কিংস অধিনায়ক সোহেল রানা। সেখান থেকে গোল করে ব্যবধান ২-১ করেন পিডব্লিউডির তুরায়েব আকবর।
গোল খেয়ে রক্ষণের পরিবর্তে আরও আক্রমণাত্মক খেলতে থাকে কিংস। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে লিগের নবাগত দল পিডব্লিউডি। আর তাতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে।
আরও পড়ুন: রোনালদো-হলান্ডের রেকর্ড ভেঙে কেইনের শততম গোল
অন্যদিকে, লিগের প্রথম ম্যাচেই হারলো মোহামেডান। ফর্টিস এফসির বিপক্ষে সাদাকালোরা হেরেছে ২-০ গোলে। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গাম্বিয়ান পা ওমর দু’টি গোল করেছেন। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান তিন দিন আগে কুমিল্লায় ফেডারেশন কাপে পুলিশকে ৩-২ গোলে হারালেও লিগের শুরুটা ভালো হয়নি মোটেও।
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ। ৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান পাওলো সান্তোস। লিগের প্রথম রাউন্ড শেষে পাচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই ড্র হয়েছে। মাত্র দুই ম্যাচ নিষ্পত্তি হওয়ায় ফর্টিজ ও পুলিশ পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে ফর্টিজ লিগ টেবিলে এক নম্বরে অবস্থানে। জাতীয় দলের হংকং প্রস্তুতির জন্য ঘরোয়া ফুটবলে তিন সপ্তাহের বিরতি।
]]>