পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

২ সপ্তাহ আগে
রোনালদো গোল করলেন? দৌড়ে ক্যামেরা বা দর্শকদের কাছাকাছি গিয়ে শূন্য একটা লাফ দেবেন, মাটিতে পড়তে পড়তে হাত-দুটি ছুড়ে দেবেন নিচের দিকে, সিউ...। এটা রোনালদোর ট্রেডমার্ক উদ্‌যাপন। তবে এর বাইরে যে উদ্‌যাপন করেন না, তেমনটা নয়। গতকাল আল ফেইহার বিপক্ষে যেমন করলেন জোড়া গোলের পর।

আল-আউয়াল পার্কে পেনাল্টি থেকে গোল করেই মাঠের বাঁ দিকের কোণায় চলে যান পর্তুগিজ তারকা। দুই হাত দুই দিকে তুলে পা নাচিয়ে ও কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তিনি। যেমনটি হয়, বেশ কয়েকজন সতীর্থ পিছু নিয়েছিলেন। এদের মধ্যে সালিম আল-নাজদি লাফিয়ে রোনালদোর ঘাড়ে উঠে যান। নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়েও যান তিনি।


আল নাসরের খেলোয়াড়দের উদ্‌যাপন চলে আরও কিছুক্ষণ। রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স তার মাথায় ব্যান্ড-জাতীয় কিছু একটা পরিয়ে দেন। এরপর সবাই মিলে নাচতে শুরু করেন। তাদের এই খুশির কারণ আছে, ফেইহার বিপক্ষে লিগ ম্যাচটিতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতেছে। আল নাসরের দুটি গোলই রোনালদোর, ফেইহারটি জ্যাসনের।


আরও পড়ুন: নিকোলের সঙ্গে সম্পর্ক শেষ, স্বীকার করলেন ইয়ামাল: দাবি স্প্যানিশ সাংবাদিকের


১৩ মিনিটেই ফেইহা এগিয়ে গিয়েছিল। ৭ মিনিট পর সমতায় ফিরে আল নাসর। কিন্তু অফসাইডের কারণে ভিএআর রিভিউয়ের পর সেটি বাতিল হয়ে যায়। অবশেষে তারা ব্যবধান ১-১ করে ৩৭ মিনিটে। কিংসলে কোম্যানের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান রোনালদো।

Cristiano Ronaldo really emoted on Al-Fayha 😭🕺 @zezoak_ pic.twitter.com/LtuxpdzLKS

— OneFootball (@OneFootball) November 1, 2025


১১৬ মিনিটে গড়ানো ম্যাচের যোগ করা সময়ের ১১৫ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে রোনালদো করেন ক্যারিয়ারের ৯৫২তম গোল। এবারের লিগে এটা তার অষ্টম, ফেলিক্স ও জশুয়া কিং করেছেন ৯টি করে। এরপর রোনালদোর ওই নাচের উদ্‌যাপন।


এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল-তাওয়ানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ বাড়ালো শীর্ষে থাকা আল নাসর। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এবারের লিগে তাদের কোনো হার নেই, নেই কোনো ড্রও।

]]>
সম্পূর্ণ পড়ুন