পিএসজির বিপক্ষে এ ম্যাচ আমাদের জন্য মর্যাদার: বার্সা কোচ

১ সপ্তাহে আগে
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা ও পিএসজি। লামিনে ইয়ামাল ফেরায় এ ম্যাচে প্যারিসিয়ানদের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হ্যান্সি ফ্লিক। পিএসজির বিপক্ষে তিক্ত স্মৃতি জয়ে রাঙাতে চায় কাতালানরা। অন্যদিকে, নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত লুইস এনরিকে। দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

বার্সার মাঠে বুধবার (১ অক্টোবর) ম্যাচ শুরু রাত বাংলাদেশ সময় রাত ১টায়।

 

চ্যাম্পিয়ন্স লিগে রাতে রোমাঞ্চকর এক দ্বৈরথ। সমর্থকদের তাড়া থাকবে কাজ শেষে দ্রুত বাড়ি ফেরার। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা-পিএসজি দুদলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের সে উত্তাপ টের পাচ্ছেন সমর্থকরা।

 

নিউক্যালেসের বিপক্ষে রাশফোর্ড নৈপুণ্যে জয় দিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শুর করেছে বার্সা। এবার তাদের সামনে দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক ফুটবলারদের ইনুজরিতে চিন্তায় বার্সেলোনা কোচ। গোলপোস্টের নিচে হোয়ান গার্সিয়াকে না পাওয়া কাতালানদের জন্য বড় ধাক্কা। এছাড়া ফরোয়ার্ড রাফিনিয়া পড়েছেন নতুন করে ইনজুরিতে। একই সমস্যায় আগে থেকেই দলের বাইরে আছেন গাভি। তবে, শত আক্ষেপের মাঝেও লামিনে ইয়ামাল ফেরায় বুক ভরে নিশ্বাস নিতে পারছেন হ্যান্সি ফ্লিক। যদিও ইয়ামাল ফিরলেও, ম্যাচের আগে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বার্সেলোনা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

 

সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্যাথানাশক ঔষধ দিয়ে ইয়ামালকে খেলায় স্পেন। তাই সামনে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে তাকে স্পেন দলের জন্য ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে বার্সা। কাতালানদের অভিযোগ এ কারণেই লিগে গত কয়েক ম্যাচ পারফর্ম করতে পারেননি এই উইঙ্গার। তবে, দুপক্ষই সমঝোতায় পৌঁছে সমস্যার সমাধান করে ফেলবে এমনই আশা সমর্থকদের। পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের দিকে মনোযোগ দিতে চান হ্যান্সি ফ্লিক।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লামিনে ইয়ামাল ফেরা মানেই স্বস্তি। দলের মাঝে ভালো খেলার অনুপ্রেরণা বেড়ে যায় কয়েকগুণ। পিএসজির বিপক্ষে এ ম্যাচ আমাদের জন্য মর্যাদার। সবশেষ ম্যাচে আমরা ওদের হারাতে পারিনি। অনেক কিছুর জবাব দেয়ার আছে আমাদের। মাঠে সেটা দিতে চাই আমরা। পিএসজিকে নিয়ে সতর্ক থাকতে হবে সবার।’

 

আরও পড়ুন: জোড়া গোলে ইন্টারকে জেতালেন লাউতারো, ভাগ্যে জয় চেলসির

 

প্রতিপক্ষ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে আটালান্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। দ্বিতীয় ম্যাচে বার্সেলোনার বিপক্ষে জয় চায় প্যারিসিয়ানরা। নিজের সাবেক ক্লাব, পুরানো কিছু মুখ কোচ লুইস এনরিকের জন্য ম্যাচটা বিশেষ। জয় পরাজয় ছাপিয়ে তাই বার্সেলোনা ম্যাচ নিয়ে আবেগাপ্লুত তিনি।

 

এনরিকে বলেন, ‘বার্সেলোনা আমার ভালোবাসা। আমি এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। তবে, মাঠের লড়াইয়ে আমাকে পেশাদার হতে হবে। আশা করছি শেষটায় জয় আমাদেরই হবে। কারণ বর্তমান দলটা আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। যেকোনো প্রতিপক্ষের জন্যই ওরা প্রস্তুত।’

 

ইনজুরির কথাও মাথায় রাখতে হচ্ছে এনরিককে। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক মার্কিনিয়োস, ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, খিচা খভারেসখেলিয়া। তবে, নুনো মেন্ডেস, আশরাফ হাকিমিরা সে শূন্যতা পূরণে মুখিয়ে আছেন।

 

আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল

 

গত বছর ১৬ এপ্রিল দুদলের সবশেষ দেখায় ৪-১ গোলে পিএসজির কাছে হেরেছিলো বার্সেলোনা। সে ক্ষত এখনো কাটা হয়ে আছে সমর্থকদের হৃদয়ে। তবে, এবার সে প্রতিশোধ নিজেদের মাঠে নিতে চায় কাতালানরা। ছাড় দেবে না পিএসজি। 

]]>
সম্পূর্ণ পড়ুন