এর আগেও রিশাদের ডাক এসেছিলো বিদেশি লিগে। ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগব্যাশের মতো টুর্নামেন্টে। অবশেষে তার স্বপ্নপূরণ হওয়ার পথে। খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে।
বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগি। গ্রিন সিগনাল আগেই দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদী। তার লাহোর কালান্দার্স দলেই রিশাদ। তবে শঙ্কা ছিলো এনওসি পাওয়া নিয়ে। বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য। এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার।
আরও পড়ুন: মেজাজ হারিয়ে দর্শককে মারতে গেলেন খুশদিল
রিশাদ বলেন, ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’
পাকিস্তানের উইকেট কিছুটা ব্যাটিং-বান্ধব হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সেখানে খেলে এসেছেন রিশাদ। বিপিএলে খেলেছেন অনেক পাকিস্তানে ক্রিকেটারের সঙ্গে। সেই অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে, এসব আরকি।’
রিশাদের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় নিজেকে প্রমাণ করার জন্য এটা বড় মঞ্চ। বিশ্বসেরা ক্রিকেটারদের সামনে ভালো করলে সুযোগ আসবে আরো অনেক লিগে। তাই আসর নিয়ে খুব সিরিয়াস রিশাদ। পরামর্শ নিতে ছুটে গেছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের কাছেও।
আরও পড়ুন: ফিল্ডারের ছোড়া বলে আঘাত পেয়ে হাসপাতালে ইমাম-উল-হক
পিএসএল শেষে পাকিস্তানে যাবে বাংলাদেশ। খেলবে টি-টোয়েন্টি সিরিজ। পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান রিশাদ।
১১ এপ্রিল পিএসএলের শুরুর দিনেই মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের করাচি কিংস, একই দিনে ম্যাচ আছে নাহিদের পেশোয়ার জালমিরও।
ডিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তানের পথ ধরবেন রিশাদ। আর আগামী মে’তে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
]]>