পিসিবির বিবৃতিতে দেশের নাম জানানো হলেও প্রতিষ্ঠানের নাম জানানো হয়নি। বলা হয়েছে, ‘দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বানের পর ব্যতিক্রমী এবং উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়সীমার মধ্যে, ১২টি দল আনুষ্ঠানিকভাবে তাদের দরপত্র জমা দিয়েছে।’
২০১৬ সালে পিএসএল শুরু হয়েছিল পাঁচ দল নিয়ে। ২০১৮ সালের আসরে দলসংখ্যা বাড়ে। ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় মুলতান সুলতানস। ৭ আসর পর আবার দলসংখ্যা বাড়াচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। ২০২৬ সালের আসরে অংশ নেবে ৮টি দল। সেটার অংশ হিসেবেই দুটি নতুন দলের জন্য পিসিবির দরপত্র আহ্বান করা।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন
২টি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা ঠিক করা হবে নিলাম পদ্ধতিতে। ২৭ ডিসেম্বর নিলাম প্রক্রিয়ার বিস্তারিত জানাবে বোর্ড। ৮ জানুয়ারি বসবে নিলাম। এসবও পিসিবির বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নিলাম প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে ২৭ ডিসেম্বর। পরের পর্বে বাছাইয়ে উত্তীর্ণ হওয়া বিডারদের টেবিলে বসার সুযোগ দেওয়া হবে।... ৮ জানুয়ারি বসবে নিলাম।’
১১তম পিএসএলে ৮ দলের অংশগ্রহণে ম্যাচ হবে ৬০টি। এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, শোনা যাচ্ছে টুর্নামেন্ট গড়াতে পারে মার্চের দিকে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·