শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতির দাবি অবাস্তব। যারা জনবিচ্ছিন্ন তারাই এ দাবি জানাচ্ছেন। তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ ভালো থাকতো। যত বেশি দেরি হবে, ততই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে দেশ।
আরও পড়ুন: জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অভ্যুত্থান পরবর্তী যেসব দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার এনেছে তারাই এগিয়ে গেছে।
তিনি বলেন, নিজ দেশেই আগে ব্র্যান্ডিং শুরু করতে হবে। আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কারে গুরুত্ব দিতে হবে। দ্বিমত থাকবেই, তবে সম্মান জানাতে হবে। সংস্কারের বিষয়ে কোনো কথা নেই, তবে কতটুকু সংস্কার হবে সেটাই প্রশ্ন।
আরও পড়ুন: বিএনপি সরকার গঠন করলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারবে: দুদু
আমীর খসরু আরও বলেন, প্রবাসীদের দক্ষতা বাড়াতে হবে। হেলথ ও শিক্ষা খাতে বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ করবে।
]]>