পিআর পদ্ধতিতে ভোট নিয়ে যে বার্তা দিলেন সিইসি

১ সপ্তাহে আগে
সংসদীয় পদ্ধতিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে যা দরকার, তার সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। আরপিওতে যা আছে, সেই পদ্ধতিতেই ভোট হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

এ সময় এ এম এম নাসির উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। ভোটের পদ্ধতি পাল্টাতে হলে সংবিধান এবং আরপিও পাল্টাতে হবে।

 

সিইসি বলেন, আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতেই ভোট হবে। পিআর তো আরপিওতে নেই, আমার সামনে আরপিও (নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন)। আমাকে যদি আরপিও বদলে দেয়, আইন বদলে না দিলে তো আমি পারি না। আমার সামনে আরপিও আছে, আরপিও নিয়েই এগোতে হচ্ছে।

 

আরও পড়ুন: বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল

 

সব দল ভোটের আগেই সমঝোতায় আসবে বলেও আশাবাদী এ এম এম নাসির উদ্দিন।

 

সিইসি সাফ জানিয়ে দেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। এনসিপি দেশদ্রোহী নয়, তাই তাদের হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি।

 

আরও পড়ুন: শাপলা প্রতীক কেন দেয়া হবে না এ নিয়ে কোনো ব্যাখ্যা নয়: সিইসি

 

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই দেয়ার কথা প্রতীকসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এরই অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) ১১৫টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়। তবে নতুন রাজনৈতিক দল এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতীক ইসির গেজেটে না থাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায় নিবন্ধন পেতে যাওয়া দলটি।

]]>
সম্পূর্ণ পড়ুন