পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে: জুবায়ের

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ এদেশের মানুষদের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার। আরেকটি স্বৈরাচারী সরকার যেন আবার চেপে বসতে না পারে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন হবে এবং এর আগেই দাবিগুলো আদায় করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া আমাদের প্রস্তাব। এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী ঘোষণাও দিয়েছেন। আমাদের প্রার্থীরা মানুষের কাছে যাচ্ছেন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।


সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের এ আন্দোলন উল্লেখ করে সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘শহীদদের প্রতি আমাদের যে অঙ্গীকার, আহতদের প্রতি আমাদের যে সহমর্মীতা, আমরা সেটাকে সাথে নিয়ে একটি বাংলাদেশ গড়বো এবং সেটি হবে একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: নির্বাচন বানচাল আমরা করতে চাই না: আজাদ

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদস সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, শূরা ও কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন