পায়ের আঙুল লাগানো হলো হাতে!

৩ দিন আগে
কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে পায়ের আঙুল এনে হাতের বৃদ্ধাঙ্গুলের জায়গায় লাগানোর মতো সফল অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে।

গত ২৬ জুলাই নগরীর টমছমব্রিজ এলাকার একটি বেসরকারি হাসপাতালে আশরাফুল আলম (৩৫) নামে এক ব্যক্তির হাতে প্রতিস্থাপন করা হয় বাঁ পায়ের দ্বিতীয় আঙুল (বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুল)। এ জটিল অস্ত্রোপচার করেন হাসপাতালটির সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলামের (মামুন) নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল।


জানা যায়, গাজীপুরের কাপাসিয়ার প্রবাসী গাড়িচালক আশরাফুল আলম হাতের হারানো আঙুল ফিরে পেয়েছেন পায়ের আঙুল প্রতিস্থাপনের মাধ্যমে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল হারানোর পর গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছিল তার জন্য। বহু হাসপাতালে ঘোরাঘুরি করেও মেলেনি কোনো সমাধান। শেষমেশ কুমিল্লার ওই হাসপাতালে অনন্য এক অস্ত্রোপচারে নতুন করে জীবন ফিরে পেয়েছেন তিনি। 


এই সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসক কামরুল ইসলাম। তিনি ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এবং পিপলস্ হসপাতালেও রোগী দেখেন।


আরও পড়ুন: অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য


তিনি জানান, পুরো অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় সাত ঘণ্টা। শুরুতে রোগীকে জানানো হয় সফলতার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। তারপরও আশরাফুল সাহস করে সম্মতি দেন। সফল অস্ত্রোপচারের পর ইতোমধ্যে আঙুলের স্নায়ু সচল হয়েছে। ধীরে ধীরে সেটি হাতের সঙ্গে মানিয়ে যাবে এবং ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে বলেই আশা ওই চিকিৎসকদের।


প্রবাসী গাড়িচালক আশরাফুল আলম বলেন, ‘হাতের আঙুল না থাকলে জীবনে কত সমস্যায় পড়তে হয়, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। পায়ের আঙুল হাতে এনে লাগাতে পারব, কখনো কল্পনাও করিনি। আজ এটা সম্ভব হয়েছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ডাক্তার কামরুল ভাইয়ের প্রতি চিরঋণী হয়ে থাকব।’


আরও পড়ুন: নিজের ছেলের কিডনি দিয়ে দুই রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা


তিনি আরও বলেন, ‘গাড়ি চালানোই ছিল আমার একমাত্র রুজির পথ। সৌদিতে দুর্ঘটনার পর দেশে ফিরলেও আর কাজ করতে পারিনি। বহু জায়গায় চিকিৎসা করাতে গিয়েছি, কিন্তু কেউ আশ্বাস দিতে পারেননি। অবশেষে কুমিল্লায় এসে আমি নতুন আশার মুখ দেখেছি।’


চিকিৎসা বিজ্ঞানে সম্ভাবনার নতুন দুয়ার এই অস্ত্রোপচারকে দেশের চিকিৎসা খাতে সম্ভাবনার নতুন দ্বার হিসেবে দেখছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। তিনি বলেন, ‘এ ধরনের অস্ত্রোপচার দেশে বিরল। এটি যদি সম্পূর্ণভাবে সফল হয়, তবে নিঃসন্দেহে বাংলাদেশের চিকিৎসা খাতে একটি মাইলফলক হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, আর বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানোর প্রয়োজন পড়বে না।’


চিকিৎসকরা জানান, আরও কিছুদিন আশরাফুলকে হাসপাতালেই থাকতে হবে। পর্যবেক্ষণের পর দ্রুত তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন