বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে মাছটি ধরা পড়ে।
জেলেদের তথ্য অনুযায়ী, স্থানীয় জাহাঙ্গীর প্যাদা সকালে নদীতে জাল ফেলেন। দুপুরে জাল টানার সময় তার জালে ধরা পড়ে ১৮ কেজি ওজনের পাঙাশ। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙাশ দেখা যায় না।
আরও পড়ুন: পুকুরে ১৬০ কেজির পাঙাশ, একসঙ্গে ছাড়ে ৮০ লাখ ডিম
মাছটি দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। পরে পাঙ্গাসিয়া আল-মদিনা সুপার মার্কেটে বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি কেজি প্রতি ৮৫০ টাকায় কিনে মোট ১৫ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।
জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, ‘শীতের মৌসুমের শুরুতে প্রায়ই পাঙাশ ধরি। সাধারণত ছোট মাছ ধরা পড়ে, কিন্তু এবার এত বড় পাঙাশ পাওয়া সত্যিই আনন্দের।’
]]>
২ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·