পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে সোহান প্রামাণিক নামে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রার ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সোহান প্রামাণিক পাবনার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধু প্রামাণিকের ছেলে।


আরও পড়ুন: আবাসিক হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল যুবকের মরদেহ


পুলিশ সূত্রে জানা যায়, সোহান ওই বিদ্যুৎ কেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজ ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গত দুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে কাজে যাননি তিনি। রুমেই অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন