পাহাড়ে রয়েছে ক্রিকেটের সম্পদ: আসিফ আকবর

৩ সপ্তাহ আগে
বান্দরবানের ক্রিকেট খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেট খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম পরিদর্শন করেন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রিকেট উপ-কমিটির কর্মকর্তারা ও স্থানীয় ক্রীড়াবিদরা।

 

পরিদর্শনকালে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জেলায় খেলাধুলার প্রসার ঘটাতে বিসিবি কাজ করছে। পাহাড়ি জেলা বান্দরবানের খেলোয়াড়দেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।’

 

আরও পড়ুন: আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ তানজিদ তামিমের

 

তিনি আরও জানান, ভবিষ্যতে বান্দরবানের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বিসিবির পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে, যাতে স্থানীয় তরুণরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পায়।

 

এ সময় স্থানীয় ক্রিকেটাররা বিসিবি পরিচালককে নিজেদের সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রশিক্ষক, সরঞ্জাম ও টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

 

আরও পড়ুন: জাহানারার তোলা অভিযোগের কড়া জবাব দিলেন জ্যোতি

 

পরিদর্শন শেষে আসিফ আকবর স্টেডিয়াম প্রাঙ্গণে কয়েকজন উদীয়মান খেলোয়াড়ের সঙ্গে সময় কাটান এবং খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন