পাহাড়ে ঘুরছি নির্দেশনা দিতে নয়, জনগণের পরামর্শ নিতে: পার্বত্য উপদেষ্টা

২ সপ্তাহ আগে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, `আমি পাহাড়ে পাহাড়ে ঘুরছি নির্দেশনা দেয়ার জন্য নয়, জনগণের পরামর্শ নেয়ার জন্য; যাতে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি।

রোববার (৬ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পার্বত্য উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। আমাদের উদ্যোক্তা হওয়ার মনমানসিকতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে পার্বত্য এলাকার বাসিন্দাদের চাকরির পিছনে না ছুটে নিজেদের বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন: পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা সুপ্রদীপ


বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরসহ জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, সাইফুল ইসলাম, উবাথোয়াই মারর্মাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার উদ্যোক্তারা।


এর আগে প্রধান অতিথি জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উদ্যোক্তাদের নিজস্ব তৈরি হস্তশিল্প পণ্যের স্টল পরিদর্শন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন