বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতিকারী বাহির থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু এবারের মতো সারাদেশেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে।’
আরও পড়ুন: পাহাড়ের অবস্থা শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীকালের বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’ একইভাবে অন্যান্য ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন প্রমুখ।
]]>