সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে এক সংবাদ সন্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার উল্লেখ করেন, ‘খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করবে।’
আরও পড়ুন: খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিস্থিতি
খাগড়াছড়ি সেক্টর কমান্ডার আরও বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর জেলার স্বনির্ভর বাজার ও চেংগী স্কোয়ারের আশপাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ২ প্লাটুন বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’