পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক বিমান এয়ারলাইন্সের পাইলট

৩ সপ্তাহ আগে
পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা করতে গিয়ে আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরে আটক হন তিনি। পাসর্পোট ছাড়া ফ্লাই করায় জেদ্দা ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসবাদের পর আটক করে। পরে বুধবার  (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হেটেলে নিয়ে যাওয়া হয়।

 

বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাইলট হিসেবে মুনতাসিরের বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে নামা ঘটনা ও সমালোচনার মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে।

 

এদিকে, বিমান কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বলে সূত্রে জানা গেছে।

 

আরও পড়ুন: কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান

 

ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও বিমানের জবাবদিহিতা না থাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন সংস্থাটির সাবেক পরিচালক নাফীস ইমতিয়াজ উদ্দিন। তিনি সময় সংবাদকে বলেন, কোনো পেনাল্টি না হওয়ায় বিমানের কর্মীরা এমন অপেশাদারিত্ব প্রকাশ করছে।

 

এ বিষয়ে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তার সাড়া না মেলেনি। অন্যদিকে জনসংযোগ বিভাগের পরিচালক মাসুদ আল খান বিষয়টি জানেন না বলে জানান। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন