শুক্রবার (৯ মে) জিও নিউজের প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সব বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হলেও, লজিস্টিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে দেশব্যাপী ফ্লাইটের সময়সূচী ব্যাহত হচ্ছে।
ফ্লাইটের তথ্য অনুসারে, বৃহস্পতিবার বাতিল হওয়া ১৪৯টি ফ্লাইটের মধ্যে ইসলামাবাদে ৪২টি, লাহোরে ৩৬টি এবং করাচিতে ৩৪টি ফ্লাইট রয়েছে। এছাড়া শিয়ালকোটে ১১টি, পেশোয়ার এবং মুলতানে ৮টি করে, ফয়সালাবাদে ৬টি এবং কোয়েটায় ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
জিও নিউজ বলছে, করাচি বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ছয়টি ফ্লাইট উড্ডয়ন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার করাচির ১৩০টি ফ্লাইট বাতিল এবং ২৪টি বিকল্প বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: রাতে ও সকালে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
প্রতিবেদনে বলা হয়, বিমান পরিষেবা পুনরায় চালু হলেও দুই দেশের মধ্যে উত্তেজনায় দেশব্যাপী ২০০টিরও বেশি নির্ধারিত ফ্লাইট ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের রিয়েল-টাইম আপডেটের জন্য বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমানঘাঁটিও।
আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান
পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে, জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না।
]]>