পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত-পাকিস্তানের

১ সপ্তাহে আগে
যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কড়াভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তান।

একদিকে ভারতের অপারেশন সিন্দুর, অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস। গেল কয়েকদিন ধরেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান-ভারত সীমান্ত। পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

 

আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ৪৮ ঘণ্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন।

 

ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-চীনকে ধন্যবাদ, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজ শরিফের

 

বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর সাফল্যে রোববার পাকিস্তানজুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস ‘ইয়াওমে তাশাক্কুর’। কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনার দরকার বলেও মন্তব্য করেন তিনি।

 

শেহবাজ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার শান্তিপূর্ণ পথেই পানি সম্পদ ও জম্মু-কাশ্মীরের সমস্যার ন্যায়সংগত সমাধান সম্ভব হবে।’

 

তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে। আল জাজিরার তথ্যমতে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা।

 

ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক জরুরি ব্রিফিংয়ে জানান, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহবান জানান তিনি।

 

তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় ভারত-পাকিস্তান সেনাপ্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতির পর ট্রাম্পের ভূয়সী প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়।

 

এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি।

 

তিনি আরও বলেন, পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, এটি আমাদের জন্য একটি বিজয়।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন