পাল্টা পদক্ষেপে ১৬টি ভারতীয় ইউটিউব চ্যানেল ব্লক পাকিস্তানের

৩ দিন আগে
পাল্টা পদক্ষেপ হিসেবে অপতথ্য ও পাকিস্তানবিরোধী প্রচারণার অভিযোগে ১৬টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল ব্লক করেছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। এছাড়া ৩১টি ইউটিউব ভিডিও লিঙ্ক এবং ৩২টি ওয়েবসাইটও ব্লক করা হয়েছে। খবর জিও নিউজের।

ভারতের বিমান হামলার পর চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৭ মে) পিটিএর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা রক্ষা এবং পাকিস্তানের ডিজিটাল ইকোসিস্টেম রক্ষার জন্য বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতির আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্লক করা চ্যানেলগুলো পাক জনসাধারণের ধারণাকে কাজে লাগানো এবং জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিভ্রান্তিকর ও ক্ষতিকারক বয়ান ছড়াচ্ছে বলে প্রমাণিত হয়েছে। পিটিএ-এর এই পদক্ষেপ বিভ্রান্তিকর তথ্য মোকাবেলা ও ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ।’

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে সতর্ক করলো আফগানিস্তান

 

বিবৃতিটি এই বলে শেষ হয়েছে যে, পিটিএ অনলাইন কনটেন্ট তথা বিষয়বস্তু সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা এবং দেশের জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো বিষয়বস্তুর বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে।

 

গত মাসে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একই ধরণের পদক্ষেপ নিয়েছিল ভারতও। উসকানিমূলক ও সাম্প্রদায়িক সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেয়ার অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে দেশটির সরকার।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলসহ ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও এই তালিকায় রয়েছে। এছাড়া ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের মতো খ্যাতনামা পাকিস্তানি সাংবাদিকের ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়।

 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন। এরপরই ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় কার কী ক্ষয়ক্ষতি হলো

 

নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়, যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করা অন্তর্ভুক্ত। নয়াদিল্লি আত্তারি সীমান্তে সমন্বিত চেক পয়েন্টও বন্ধ করে দেয়। এরপর প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় ‘অপারেশন সিন্দুর’।

 

তবে ভারতের এই হামলার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এটাকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই মনে করা হচ্ছে। এর ফলে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন