পাল্টা অর্থ দাবি পিএসজির, উয়েফার কাছে নালিশ দিলেন এমবাপ্পে

৫ দিন আগে
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর থেকেই ক্লাবটির সঙ্গে অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে তার দ্বন্দ্ব শুরু হয়। রিয়াল মাদ্রিদে যোগদানের পর সাবেক ক্লাবের কাছে পাওনা অর্থ চেয়ে আদালতের কাছে অভিযোগ করেছিলেন ফরাসি তারকা। রায়ও এসেছিল তার পক্ষে। তবে এবার এমবাপ্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে পিএসজি।

পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের করা অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে রায় জানায় আদালত। এতে ফরাসি স্ট্রাইকারকে ৫৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয় আদালত। তবে সেই অভিযোগের বিরুদ্ধে এবার আপিল করেছে ক্লাবটি। শুধু এটাই নয়, উল্টো এমবাপ্পের কাছে বড় অঙ্কের অর্থ পাওনা আছে বলে দাবি করেছে তারা।  

 

ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের ৫৫ মিলিয়ন ইউরো পাওনা থাকার অভিযোগের বিরুদ্ধে আপিল করে সেটি না দেয়ার দাবি জানিয়েছে পিএসজি। উল্টো এমবাপ্পের কাছে তারা ৯৮ মিলিয়ন ইউরো পায় বলে দাবি জানিয়েছে।    

 

ক্লাবের আইনজীবী থমাস আজ্জারো আদালতে বলেন, 'আমাদের লক্ষ্য ৯৮ মিলিয়ন ইউরো আদায় করা নয়। বরং তাদের দাবি যে ভিত্তিহীন, সেটাই প্রমাণ করা।'

 

তিনি আরও বলেন, 'কিলিয়ান এমবাপ্পে পিএসজির কাছে যা দাবি করেছিলেন সবকিছু পেয়েছিলেন। তারপরও ক্লাবের সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কেউ খেয়াল করবে না এই বিষয়টি কারণ তিনি কিলিয়ান এমবাপ্পে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই খেলোয়াড়টি এমন একটি ক্লাবের সঙ্গে এমন আচরণ করলেন, যেটি তাকে সবকিছু দিয়েছে।'

 

আরও পড়ুন: ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি কত আয় করবেন?

 

পিএসজির দাবি, তারা এই বিরোধ সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু এমবাপ্পের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি। তারা বলছে, এমবাপ্পে ক্লাবের ক্ষতি করার চেষ্টা করছেন। এই বিরোধের সমাধানের জন্য আগামী ২৬ মে একটি শুনানি নির্ধারিত হয়েছে, যেখানে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

 

পিএসজি যখন আইনী লড়াই নিয়ে পড়ে আছে, তখন এমবাপ্পের আইনজীবী ডেলফিন ভেরহেইডেন এবার এগোচ্ছেন প্রসাশনিকভাবে। তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) কাছে আবেদন করেছেন উয়েফার কাছে অভিযোগ জানাতে, এই মর্মে যে পিএসজি তাদের একজন খেলোয়াড়কে পাওনা পরিশোধ করেনি। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী মৌসুম থেকে পিএসজি প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বহিষ্কৃত হতে পারে পিএসজি। ভেরহেইডেন বলেন, 'কিলিয়ান ভয় পান না, কারণ আইন আমাদের পক্ষে।'

 

এদিকে, পিএসজি এই বিরোধকে সম্মানের বিষয় হিসেবে দেখছে। গত মৌসুমে এমবাপ্পের প্রস্থান ক্লাবের জন্য বড় ধাক্কা হলেও চলতি মৌসুমে তারা লিগ ওয়ান জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এই লড়াইয়ে কোনো ছাড় দেওয়ার পক্ষে নন।

 

এমবাপ্পে-পিএসজির এই আইনি লড়াইয়ের ফলাফল কী হবে, তা এখন সবার জন্য আগ্রহের বিষয়। ২৬ মে’র শুনানি ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিতে পারে। 

]]>
সম্পূর্ণ পড়ুন