স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অনিবন্ধিত ও ভুয়া এনজিও ‘মা ও শিশু কল্যাণ সংস্থা’র পরিচালক মোকসেদুল ইসলাম প্রায় ১৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ গ্রাহকরা বুধবার রাতে প্রতিষ্ঠানটির সিসিডিবি মোড়স্থ বাসভবনে ভিড় জমায়। সেখানে থাকা টিএমএসএস-এর ভাড়া অফিসে কয়েকজন যুবক প্রবেশ করে ভাঙচুর চালায়।
টিএমএসএসের জোনাল ম্যানেজার নিখিল চক্রবর্তী বলেন, ‘এটি মা ও শিশুর অফিস নয়, আমাদের টিএমএসএস অফিস এমনটি বারবার বোঝালেও তারা শোনেনি। জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, মা ও শিশুর পরিচালক পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রাহকরা ভুলবশত টিএমএসএসের অফিসে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ভুয়া এনজিও পরিচালক তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা, ম্যানেজারসহ ৫ জনকে পুলিশে দিলো গ্রাহকরা
এর আগে বুধবার রাতে এনজিও পরিচালক পালিয়ে যাওয়ার খবরে ক্ষুব্ধ গ্রাহকরা মা ও শিশু কল্যাণ সংস্থার ম্যানেজার, ক্যাশিয়ার ও ফিল্ড অফিসারসহ ৫ কর্মীকে আটকে রাখে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করে।
আটকরা হলেন ম্যানেজার মোসা. সালমা আক্তার, ক্যাশিয়ার সুমেরা খাতুন, ফিল্ড অফিসার মনোয়ারুল ইসলাম, ফিল্ড অফিসার হালিমা খাতুন ও ফিল্ড অফিসার নাফিসা খাতুন।
]]>