পালা সাপের ছোবলে যুবকের মৃত্যু

৪ সপ্তাহ আগে
ভোলায় বিষধর সাপকে পোষ মানাতে গিয়ে সেই সাপের কামড়েই শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) ভোররাতে মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাকিলের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।


জানা যায়, কিছুদিন আগে শাকিল তার বাড়ির এক কিলোমিটার দুর থেকে একটি বিষদর গোখরা সাপ ধরে আনে। লালন-পালনের পাশাপাশি খেলাধুলা করত ওই সাপের সাথে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, শনিবার (৫ জুলাই) বিকালে তালতলা বেড়িবাঁধ এলাকায় খেলার সময় বাম পায়ে ছোবল মারে। শাকিল নিজেই তাৎক্ষণিক বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্বজনরা জানান, পরে এলাকার ওঝার কাছে নিয়েও বিষ নামানো হয়। শরীরের অবনতি হলে রাত সাড়ে ৯ টায় মনপুরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোররাত ৪টায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন: ভোলায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু


মনপুরা উপজেলা হাসপাতালের চিকিৎসক মেহেদি হাসান জানান, সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ায় বাঁচানো যায় নি।


মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবকের মৃত্যুর বিষয় শুনেছেন তবে থানায় কেউ অভিযোগ করেনি।

]]>
সম্পূর্ণ পড়ুন