সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজারিরা।
এতে বলা হয়, ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে এবং দুই বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর কাঁধে চলে এসেছে। নয় মাস ধরে দায়িত্ব পালনকারী বায়রু মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বলে তার অফিস জানিয়েছে।
আরও পড়ুন: ‘জেন-জি বিক্ষোভ’ / পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
একই সঙ্গে রাষ্ট্রপতি ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, ‘আগামী দিনে’ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
সংসদে ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনা পাশ করানোর চেষ্টা করেছিলেন বাইরু। এতে সরকারি ব্যয় স্থগিত করা ও দুটি সরকারি ছুটি বাতিলের মতো প্রস্তাব ছিল, যা জনগণের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করে। ভোটের আগে এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে নামানো সম্ভব, কিন্তু বাস্তবতাকে মুছে ফেলা সম্ভব নয়। ঋণের বোঝা আরও বাড়বে এবং ব্যয়ও থামবে না।’
সংসদে ৩৬৪ জন এমপি বাইরুর বিরুদ্ধে ভোট দেন, আর পক্ষে যান মাত্র ১৯৪ জন। সরকার পতনের জন্য প্রয়োজনীয় ২৮০ ভোটের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরই পদত্যাগে বাধ্য হচ্ছেন বাইরু।
]]>