সোমবার (৩০ জুন) সকালে শহরের কাঠালতলী থেকে বিক্ষোভ শুরু হয়ে বনরূপায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ সোলায়মান, ছাত্রনেতা খলিলুর রহমান রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের নাম পরিবর্তনের অজুহাতে পাহাড়ে শান্তি-সম্প্রীতি নষ্ট করছে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নৃ-বৈচিত্র্য ইনিস্টিটিউট করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নৃগোষ্ঠী জনগণকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার যুক্তি তুলে ধরে যা সংবিধান বিরোধী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবর্তে নৃ-বৈচিত্র্য শব্দ চয়ন আদিবাসী পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতির জন্য কৌশলগত ভিত্তি তৈরি করতে পারে। এসব সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতার বিরুদ্ধে হুমকি তৈরি করছে এবং সংবিধান ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে বলে দাবি করেন বক্তারা।
আরও পড়ুন: পার্বত্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিভিন্ন বরাদ্দে অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।