পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা সুপ্রদীপ

২ সপ্তাহ আগে
পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক ও নারীদের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোনো ধারাবাহিকতা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার আসার সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। এর ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

 

আরও পড়ুন: ভূমিতে নারী অধিকার নিশ্চিতে হেডম্যান-কার্বারিদের সম্মেলন

 

সুপ্রদীপ চাকমা বলেন, 

সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দ দেয়াই শেষ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে আরও বরাদ্দ দেয়া হবে। সরকারি এই বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

 

পাহাড়ের সব চেয়ে বড় সমাজিক উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় যে ব্যপারে সবার সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবি রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন পার্বত্য উপদেষ্টা।

 

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন করে ভাবতে হবে: আমীর খসরু

 

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন