পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান রাখার প্রত্যয় সারজিস ও নওশাদের

১ সপ্তাহে আগে
ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করতে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে দাখিল করা ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সময় ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ঘোষণার পরপরই বৈধ প্রার্থীরা একে অপরের সাথে কোলাকুল ও কুশল বিনিময় করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটানিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বৈধ প্রার্থীদের নাম ঘোষণার পর পরে জেলা প্রশাসন চত্বরে এ চিত্রের দেখা মিলেছে।

 

দেখা গেছে, পঞ্চগড়-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম এবং কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের পঞ্চগড়-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির একেঅপরের সাথে কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

 

একই সাথে একে অপরের খোঁজ খবর নেন তারা। এ সময় পাশেই থাকা অন্যান্য প্রার্থীদেরও সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এই দুই প্রার্থী।

 


এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম এবং কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের পঞ্চগড়-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর তারা কুশল বিনিময় করছেন।  

 

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পঞ্চগড়-১ আসনের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেন, 

পঞ্চগড়-১ আসনে আমরা যারা মনোনয়ন ক্রয় করেছিলাম সেগুলোর যাচাই-বাছাইয়ে বৈধতা আছে কিনা তা আজকে ঘোষণা করা হয়েছে। আসনটিতে আমারসহ ৭ জনের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, 

আমার পাশে শ্রদ্ধেয় বড় ভাই বিএনপি'র প্রার্থী নওশাদ জমির ভাই রয়েছেন। এখন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পরিচালনা করছি এবং নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমাদের পারস্পরিক সৌহার্দ্যের যে সম্পর্ক, একই সাথে অভ্যুত্থানের পরবর্তী সময়ের যে বাংলাদেশ-সেই বাংলাদেশে আমাদের এই সম্পর্ক থাকবে। সুষ্ঠু নির্বাচন এবং আমাদের নির্বাচনী যে আচরণবিধি রয়েছে তা আমরা সুন্দরভাবে আমরা পালন করে যাব।

 

দিনশেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে এ কথা জানিয়ে তিনি বলেন, কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা দুই দল একসাথে রয়েছি, আগামীতে আমাদের এই সম্পর্ক থাকবে বলেও জানান।

 

একই সাথে কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেন,

 আজকে যাচাই-বাছাইয়ে পঞ্চগড়-১ আসনে বিএনপির পক্ষে আমার মনোনয়ন বৈধতা পেয়েছে। এদিকে ঘোষণার পরেই আমরা বৈধ প্রার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেছি। সারজিস আলম যে কথাটি বলেছেন- তার সাথে আমি একমত। আমিও বিশ্বাস করি যে আমরা সবাই, আমাদের আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, তবে আমরা বাংলাদেশের স্বার্থে সমানভাবে কাজ করে যাব।

 

একই সাথে পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। আসলে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এবং সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বলেন তিনি।

 

আরও  পড়ুন: ঢাকা-৮: নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

 

এদিকে পঞ্চগড়ের দুইটি আসনের (পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২) বৈধতা পাওয়া অপর ১০ জন প্রার্থীও সুষ্ঠু নির্বাচন একই সাথে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করার পাশাপাশি পঞ্চগড় জেলার মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়পত্র দাখিলের মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জনের মধ্যে ৭ জন বৈধ হয়েছেন।

 

তারা হলেন- বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও বিএনপির পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের হয়ে শাপলা কলির পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির পঞ্চগড়-১ আসনের প্রার্থী ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির পঞ্চগড়-১ আসনের প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাহাফুজার রহমান, বাংলাদেম জাসদের নাজমুল হক প্রধান।

 

এদিকে এ আসনে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের।
পঞ্চগড়-২ আসনে ১১ জনের মধ্যে ৫ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

তারা হলেন- বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ও বিএনপির পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের দাড়ি পাল্লার প্রার্থী সফিউল আলম, ইসলামী আন্দোলনের পঞ্চগড়-২ আসনের হাত পাথার প্রার্থী কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির পঞ্চগড়-২ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন।

 

এছাড়াও এ আসনে ত্রুটি থাকায় মনোনয় বাতিল হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলম।

 

রিটার্টিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ১৯ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। এর পর থেকে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন