ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জেসন রয়। ২০১৯ পরবর্তী সময়েও জাতীয় দলে খেলেছেন লম্বা সময়। তবে সম্প্রতি আছেন দলের বাইরে। খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে গেছেন দুই ম্যাচ।
জাতীয় দলের বাইরে থাকলেও এখনো স্বপ্ন দেখেন ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হয়নি। যা নিয়ে আক্ষেপ রয়েছে। গেল কয়েক বছর নিজের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঘটনার বর্ণনায় কিছুটা আবেগাপ্লুত রয়।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় আমার অনুশোচনা নেই। কারণ এটা আমার হাতে নেই। দলে সুযোগ পেলে ভালো লাগতো। আমার মনে হয় এই ফরম্যাটে আমি এখনো ভালো ক্রিকেট খেলছি। এই সিদ্ধান্ত তাদের হাতে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে। যা ভবিষ্যতের জন্য ভালো। এটা আমার জন্য মেনে নেয়া একটু কঠিন। শেষ কয়েকটা বছর আমার জন্য হৃদয় বিদারক ছিল। জাতীয় দল থেকে বাদ পড়া, বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া। তবে এখন আমি আমার জীবনটা উপভোগ করছি। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি। তা নিয়ে সন্তুষ্ট।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন-সাকিবদের অভাবে ভুগবে বাংলাদেশ: মরিসন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও ইংল্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখছেন জেসন। এবারের আসরে থ্রি লায়নদের শিরোপা জয়ের সম্ভাবনাও দেখছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হবে। অন্য দলগুলোর সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে সবাই ভালো দল। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ ক্রিকেট খেলছে সবাই। এটা কঠিন বিষয় কোনো একটা নির্দিষ্ট দলকে বাছাই করা। ইংল্যান্ডের দিকে তাকালে আপনি অনেক দারুণ তরুণ ক্রিকেটার দেখবেন। তারা জ্বলে উঠলে নিশ্চয়ই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে।’
জাতীয় দল থেকে বাদ পড়ায় গুঞ্জন উঠেছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিয়ে নিয়েছেন রয়। তবে নিজেই খোলাসা করলেন বিষয়টি।
ইংল্যান্ডের হয়ে আবারো ২২ গজ মাতানোর প্রত্যাশা জানিয়ে রয় বলেন, ‘আমি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেইনি। নির্বাচকরা আমাকে সিলেক্ট করলে অবশ্যই জাতীয় দলের হয়ে খেলব। অপ্রত্যাশিতভাবে আমার পারফরম্যান্স খুব ভালো ছিল না। আমাকে আবারো জাতীয় দলে জায়গা পেতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে।’
আরও পড়ুন: খারাপ পারফরম্যান্সে ক্রিকেটারদের বেতন কাটবে ভারত!
তিন ফরম্যাটে ইংল্যান্ডের জার্সিতে প্রায় ৬ হাজার রান করেছেন জেসন রয়।
]]>