পাপের প্রাচীর ভেঙে দয়ার সাগরে ফিরে যাওয়া

৯ ঘন্টা আগে
আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে, তা পাপীর পাপকেও ঢেকে দিতে পারে। কখনো কখনো এমন মানুষও আল্লাহর ক্ষমা ও মেহেরবানির ছায়ায় আশ্রয় পায়, যাদের জীবন ছিল পাপময়, কিন্তু মৃত্যুর মুহূর্তে বা পরবর্তীতে তারা আল্লাহর অশেষ দয়ার অধিকারী হন। এই লেখাটি কিছু বাস্তব ঘটনাপ্রবাহের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে, কীভাবে আল্লাহর রহমত একজন চরম পাপীকেও ক্ষমা করে দিতে পারে।

বর্ণিত আছে, মদিনার এমন এক বাসিন্দা ইন্তেকাল করেছে, যে সকল প্রকার পাপ ও অন্যায় কাজ করেছে। তার মৃত্যুর পরে মোহাম্মদ ইবনুল মুনকাদির কে তার জানাযার নামাজ পড়াতে ডাকা হলে তিনি অস্বীকার করেন। কারন সে একজন পাপী অপরাধী হিসেবে প্রসিদ্ধ ছিল। তাই মোহাম্মদ ইবনুল মুন কাদির প্রথমেই তার জানাজা পোড়ানো মনে করেননি। পরে তিনি জানাযার জন্য উপস্থিত হলে কেউ কেউ তার সমালোচনা করে। 

 

তখন তিনি বললেন সে আল্লাহর বিশাল রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, এজন্য আমি তার জানাজার নামাজ পড়েছি। আল্লাহর রহমত অসীম, আল্লাহ তাআলা তার মত পাপীকেও ক্ষমা করতে পারেন। 
হে অসহায় বান্দা! যখন আজরাইল কোন পাপী বান্দার রুহু কবজ করার জন্য আসে, তখন সে তার রুহ নিয়ে নিজেকেই খুব হীন ও অপমান বোধ করে আল্লাহর কাছে ফিরে যায়। তবে আমাদের আশা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এ পাপী বান্দার গোনাহও মাফ করে দিতে পারেন। 

 

আরও পড়ুন: বিড়ি-সিগারেট খেলে কি ৪০ দিনের ইবাদত কবুল হয় না?


এক যুবকের ঘটনা। বসরা শহরে এক যুবক ছিলো। সে নিজের উপর বহু জুলুম করেছে। এমন কোন পাপ অপরাধ নেই যা সে করিনি। এমন কোন খারাপ কাজ নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। সে রোগাক্রান্ত হলে কোন প্রতিবেশী তাকে দেখতে যায়নি। তখন সে তার কোন এক প্রতিবেশীকে ডেকে পাঠালো এবং তাকে বললো, আমি যে কি রুপ রোগে আক্রান্ত তা তুমি দেখতে পাচ্ছ। আমি মৃত্যুবরণ করলে আমাকে আমার ঘরের এক কোনায় দাফন করে ফেলো। আমি আমার প্রতিবেশীদের কষ্ট দিয়েছি। মৃত্যুর পর তারা আমার দ্বারা কষ্ট পাক সেটা আমি কামনা করি না। 


অথবা কেউ তাকে স্বপ্ন দেখতে পেলো , সে সুখে আছে। তাকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা তোমার সাথে কি রূপ আচরণ করেছে? সে বলল মহান আল্লাহ আমাকে তার সম্মুখে দাঁড় করিয়ে বলেন, হে আমার বান্দা! তোমার উপর রাগ করে প্রতিবেশীরা তোমাকে ত্যাগ করেছে। তোমার পাপের সামনে আমার রহমত কে ছোট করে দেখেছে। আমার ইজ্জত সম্মানের কসম, আমার মহত্ব বড়ত্বের কসম, আমার উচ্চ মর্যাদা ও ক্ষমতার কসম, তোমার পাপের মোকাবেলায় আমার রহমত অপরিসীম। এটা আমার ক্ষমার মাধ্যম, জান্নাতের স্বপন নিরাপত্তার মোহর, আমি ক্ষমাশীল অতীত দয়ালু।


আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি বান্দার যত পাপই হোক না কেন, অনুতপ্ত হৃদয় ও আন্তরিকতায় যদি বান্দা তাঁর কাছে ফিরে আসে, তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। আমাদের উচিত, আল্লাহর এ অপার দয়ার দিকে তাকিয়ে হতাশ না হয়ে সবসময় তাঁর দরবারে ফিরে আসা, নেক আমলের চেষ্টা করা এবং মানবিক গুণাবলি লালন করা—বিশেষ করে প্রতিবেশীদের প্রতি সদয় আচরণ করা। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করেন। আমিন।

 

লেখক: খতিব-কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন