এই গম্ভীরা গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় পদ্মা নদীর অববাহিকায় থাকা জেলাগুলোতে পানির অভাবে নানা সংকট ও সমস্যার কথা। যা সরাসরি উপভোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গম্ভীরায় তুলে ধরা হয়, ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর অতিরিক্ত পানির প্রভাবে প্রতি বছরের নদী ভাঙন ও পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা। এসময় এই অঞ্চলের জীব-বৈচিত্রের পরিবর্তনের কথা তুলে ধরা হয় নানা-নাতির গম্ভীরা গানে। গম্ভীরা দেখে কয়েক দফায় হাসি মুখে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে অংশ নেয়া নানা-নাতিকে তার সাথে হাত মেলাতে দেখা যায়।
আরও পড়ুন: দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছেন: ফখরুল
‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর প্রতি উপজেলার সমাবেশ হয়েছে।
আরও পড়ুন: প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল
গণসমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·