পানি সংকট নিয়ে অনুষ্ঠিত গম্ভীরা উপভোগ করলেন মির্জা ফখরুল

১ দিন আগে
পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সমাবেশের মধ্যেই আয়োজন করা হয় এই অঞ্চলের জনপ্রিয় লোকগীতি গম্ভীরা গান।

এই গম্ভীরা গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় পদ্মা নদীর অববাহিকায় থাকা জেলাগুলোতে পানির অভাবে নানা সংকট ও সমস্যার কথা। যা সরাসরি উপভোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


গম্ভীরায় তুলে ধরা হয়, ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর অতিরিক্ত পানির প্রভাবে প্রতি বছরের নদী ভাঙন ও পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা। এসময় এই অঞ্চলের জীব-বৈচিত্রের পরিবর্তনের কথা তুলে ধরা হয় নানা-নাতির গম্ভীরা গানে। গম্ভীরা দেখে কয়েক দফায় হাসি মুখে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে অংশ নেয়া নানা-নাতিকে তার সাথে হাত মেলাতে দেখা যায়।

 

আরও পড়ুন: দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছেন: ফখরুল


‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর প্রতি উপজেলার সমাবেশ হয়েছে।

 

আরও পড়ুন: প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল


গণসমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

]]>
সম্পূর্ণ পড়ুন