পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

৩ দিন আগে
রাজবাড়ীর পাংশায় পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে লওলামারির বিলে এ দুর্ঘটনা ঘটে।
 

মৃতরা হলেন: কাচারীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৬)।


স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, আনোয়ারা বেগমের স্বামী নেই; তিনি টুকিটাকি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে তামিমের বাবা নেই; সে মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি কৃষি শ্রমিকের কাজ করে। আজ আনোয়ারা বেগম তামিমসহ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে তার জমি থেকে পাট কেটে বাড়ির পাশে লওলামারির বিলে জাগ দিচ্ছিলেন। 

আরও পড়ুন: রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

বিকেলে কাজ প্রায় শেষ হয়ে গেলে শ্রমিকরা চলে যান। তবে তামিম তার প্রতিবেশী হওয়ায় তামিমকে নিয়ে তিনি বাকি কাজ শেষ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন