পাঞ্জাব কিংসের কিউই পেসার লকি ফার্গুসন ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে আর খেলতে পারবেন না। তার বদলি হিসেবে পাঞ্জাব নিয়েছে আরেক কিউই পেসার কাইল জেমিসনকে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ রয়েছে আইপিএল। আগামী শনিবার (১৭ মে) থেকে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। প্লে-অফের রাস্তা অনেকটা সহজ করে রেখেছে পাঞ্জাব কিংস। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা।
আরও পড়ুন: আইপিএলের বাকি অংশে থাকছে না চিয়ার লিডার!
এদিকে আইপিএলে দ্বিতীয়বারের মতো দল পেলেন জেমিসন। এর আগে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। পিএসএলের এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে ছিলেন জেমিসন। তবে ৯ ম্যাচের মধ্যে একাদশে ছিলেন কেবল ২ ম্যাচে। ২ কোটি রূপি দিয়ে জেমিসনকে দলে টেনেছে পাঞ্জাব কিংস।