সোমবার (২৩ জুন) দুপুরে নাচোল উপজেলার ধানসুরা বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা সরকার।
জানা যায়, নাচোল উপজেলার বরাদ্দকৃত এসব সার তিনটি চার্জার ভ্যানে নওগাঁর নিয়ামতপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় ধানসুরা বাজারে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অভিযানে ৪০ বস্তা ডিএপি সার আটক করা হয়। এতে তৈইমুর ট্রেডার্সের প্রোপাইটার মো. তরিকুল ইসলাম ও ইব্রাহিম ট্রেডার্সের প্রোপাইটার মো. ইব্রাহিমকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ১৯ দিন পরই ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার
ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম। তিনি জানান, এই উপজেলার সার অন্য উপজেলায় নিয়ে গিয়ে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করছিল তারা। তাদেরকে হাতেনাতে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এই জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত সারগুলো ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে ডিএপি সার রয়েছে বলে জানান তিনি।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলূফা সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) ঙ,ট,ঢ,ঠ ধারা অনুযায়ী দুই ডিলারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি দুই সার ডিলারের লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো ব্যবসায়ী বা ডিলার সার পাচার কিংবা মজুদ করতে না পারে সেলক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
]]>